আমাদের উদ্দেশ্য
কচুয়া বাজারের প্রাণকেন্দ্র কচুয়া ধান বাজার, মমতাজ টাওয়ার এ অবস্থিত কচুয়া ইসলামিয়া মেডিকেল। নিজের বা পারিবারিক চিকিৎসা নিতে কচুয়ার সাধারণ জনগণ যারা কচুয়ায় বিভিন্ন সময় প্রতারণার স্বীকার হয়েছেন। কচুয়ায় হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করিয়া ঢাকা বা কুমিল্লায় ভালো হাসপাতালে গেলে কচুয়ার রিপোর্টের কোন ভ্যালু থাকে না। বাধ্য হয়ে এই রিপোর্ট আবার শহরের বড় বড় হাসপাতাল থেকে করাতে গিয়ে, পুনরায় তাদের অনেক টাকা খরচ করতে হয়। পাশাপাশি কচুয়ার কিছু দালাল শ্রেণী যারা রোগীদেরকে শহরের ভালো ডাক্তার বা ভালো হাসপাতালের কথা বলে নিয়ে শহরের নামমাত্র হাসপাতালে নতুন বা দালাল ভিত্তিক ডাক্তার দেখিয়ে রোগীর হাজার হাজার টাকা খরচ করেন। তারা ঐ সকল হাসপাতাল বা ডাক্তারদের সাথে সাথে যোগসাযসে রোগীর দেওয়া টাকা থেকে কমিশন নিয়ে নিজেদের পকেট ভারি করেন। রোগীদের টাকা দিয়ে রোগীদেরকে ভালো মানের হোটেলে খাবার খাইয়ে নিজেরা শুধুমাত্র রুগীর ভালোর জন্য নিজের সব কাজ ফেলে রোগীর সুবিধার্থে রোগীর সাথে এসেছেন বলে রোগীদের বুঝান। এই ধরনের প্রতারণার শিকার শত শত লোকের অনুরোধে, কচুয়ার এক জাক তরুণ ব্যবসায়ী, বিদেশে যারা ব্যবসা-বাণিজ্য করে সফলতা অর্জন করেছেন, তাদের কয়েকজন তরুণ রেমিটেন্স যোদ্ধার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় কচুয়া ইসলামিয়া মেডিকেল।