# মূলত কচুয়া ইসলামিয়া মেডিকেল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল মানুষের সেবা করা।

# কচুয়ার হতদরিদ্র শ্রেণী যারা টাকার অভাবে চিকিৎসা নিতে অক্ষম।

# নিম্ন মধ্যবিত্ত শ্রেণি যারা মূলত টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না, তথাপিও লজ্জার তাদের অভাবের কথা কাউকে বলতে পারেন না।

# উভয়ের শ্রেণীর জন্য কচুয়া ইসলামিয়া মেডিকেল এর লাভের লাভের ৫% দান করা হয়।

# পাশাপাশি কচুয়া ইসলামিয়া মেডিকেলের মালিকপক্ষ তাদের ব্যক্তিগত সৎপথে উপার্জিত টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ লীল্লাহি সেবা ফান্ডে দান করে থাকেন।

# সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ স্বেচ্ছায় (চাওয়া বা কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়াই) সেবার কার্যক্রম দেখে স্বপ্নোদিত হয়ে তাদের নিজ ইচ্ছায় নিজ নিজ সমর্থ্য অনুযায়ী লীল্লাহি সেবা ফান্ডে দান করে থাকেন।

# এখানে কোন দাতা বা সেবা গ্রহিতার নাম ঠিকানা কোন কিছুই প্রকাশ করা হয় না।

# দাতা বা সেবা গ্রহীতার কোন ছবি সেবা গ্রহিতার বা সেবা গ্রহীতার আত্মীয়-স্বজনের কারও কোন সাক্ষাৎকার গ্রহণ করা হয় না।

# সেবার ধরন- রোগ অনুযায়ী রোগীকে বিভিন্ন অভিজ্ঞ বা প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার বিনা ভিজিটে দেখানো হয়।

# রোগীর কোন ইনভেস্টিগেশন এর দরকার হলে তা ফ্রি করা হয়।

# রোগের চাহিদা অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ফ্রি প্রদান করা হয়।

# কোন রোগীকে ঢাকা বা কুমিল্লা প্রেরণ করতে হলে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়।

# ইসলামিয়া কর্তৃপক্ষের দায়িত্বে ও ডাক্তারদের পরামর্শক্রমে রোগীদের শহরের বিভিন্ন নাম করা ভালো মানের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

# কোন রোগীর অপারেশন বা বড় ধরনের কোন টেস্ট বা হার্টের রোগীদের এনজিওগ্রাম বা রিং পড়ানোর প্রয়োজন হলে পুরো খরচের সবটুকু বা কিছু অংশ সামর্থ্য অনুযায়ী প্রদান করা হয়।

# সর্বদা রোগীদের সাথে যোগাযোগ রেখে তাদের সুস্থ হওয়া পর্যন্ত রোগীর সকল দায়িত্ব স্বেচ্ছায় পালন করা হয়।

# কচুয়া ইসলামিয়া মেডিকেলের অডিট টিম সর্বদা লিল্লাহি সেবা ফান্ডের আর্থিক সকল বিষয়ের স্বচ্ছতা নিশ্চিত করে থাকেন।


যোগাযোগ:- ০১৯১৫-২৮৪৮৪৮, ০১৯২৯০২১০০০